ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জনসভার অনুমতি চাইতে ডিএমপিতে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
জনসভার অনুমতি চাইতে ডিএমপিতে বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।

শনিবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর চার সদস্যের ওই প্রতিনিধি দল ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে পৌঁছায়।



প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন।

ডিএমপি কমিশনারের সঙ্গে আলাপের পর বেরিয়ে প্রতিনিধি দলটি ব্রিফিং করবে বলে মনে করা হচ্ছে।

শনিবার নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দেন। একইসঙ্গে ওই দিন সারাদেশের জেলা শহরেও জনসভা কর্মসূচির ঘোষণা দেন তিনি।

** জনসভার অনুমতি চাইতে ডিএমপিতে যাচ্ছে বিএনপি

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এনএইচএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।