ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুবলীগ কর্মী হত্যা মামলায় ত্রিশালের মেয়র আনিস প্রধান আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
যুবলীগ কর্মী হত্যা মামলায় ত্রিশালের মেয়র আনিস প্রধান আসামি

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে যুবলীগ কর্মী পারভেজ (৩০) হত্যার ঘটনায় সদ্য অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ.বি.এম.আনিসুজ্জামানকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় আরো ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

নিহত পারভেজের বাবা ইব্রাহিম বাদী হয়ে শনিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে এ হত্যা মামলা দায়ের করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মামলার এজাহারভুক্ত আসামি মাজাহারুল ইসলাম সুমন ও চাঁন মিয়াকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (০১ জানুয়ারি) রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পারভেজকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
 
বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।