ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় জামায়াত কর্মীসহ গ্রেফতার ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
গাইবান্ধায় জামায়াত কর্মীসহ গ্রেফতার ২৩

গাইবান্ধা: গাইবান্ধায় চলমান বিশেষ অভিযানে দুই জামায়াত কর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০২ জানুয়ারি) দিবাগত রাত থেকে রোববার (০৩ জানুয়ারি) সকাল পর্যন্ত গাইবান্ধা সদরসহ সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা নাশকতাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দায়ের হওয়া মামলার আসামি। এদের মধ্যে জামায়াতের দুই কর্মী রয়েছেন। তাদের সুন্দরগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।