ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাঁচ তারিখে বিশৃঙ্খলা করলে, প্রতিহত করবে আ’লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
পাঁচ তারিখে বিশৃঙ্খলা করলে, প্রতিহত করবে আ’লীগ ড. হাছান মাহমুদ

ঢাকা: পাঁচ তারিখে (৫ জানুয়ায়ি) বিএনপি রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ- এ ঘেষাণা দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সমাবেশ  ও মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন।



বিএনপির উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, গতবছর অনেক বেশি বিশৃঙ্খলা করেছে তারা। এবার আর তা বরদাস্ত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপনাদের প্রতিহত করতে মাঠে থাকবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
এসই/একে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।