ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জোনায়েদ সাকির বাবার মৃত্যুতে বাম মোর্চার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
জোনায়েদ সাকির বাবার মৃত্যুতে বাম মোর্চার শোক

ঢাকা: গণতান্ত্রিক বাম মোর্চার অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির বাবা ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।

বুধবার (০৬ জানুয়ারি) এ শোক জানানো হয়।

মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এক যৌথ বিবৃতিতে জোনায়েদ সাকির বাবার মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুস সালাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য সুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিকর দলের (বাসদ) কেন্দ্রীয় আহ্বায়ক ইয়াসিন মিয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।