ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
দিনাজপুরে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মী কারাগারে

দিনাজপুর: দিনাজপুরে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদের আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।



আসামিরা হলেন- চিরিরবন্দর উপজেলার আব্দুর রৌফ, রজ্জব আলী, আব্দুল নূর, রেজাউল করিম, রেজাব উদ্দিন, আব্দুল করিম, সাহেদ আহমেদ। খানসামা উপজেলার আব্দুল মান্নান, হাফিজুর রহমান, আব্দুল খালেক, হজরত বেলাল, লোকমান আলী,
সোবহান আলী, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, কবিরুল ইসলাম ও বাবুল হোসেন।

দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, পাঁচ জানুয়ারি নির্বাচন ও পরবর্তী সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার আদালত তাদের কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময় : ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।