ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে ঢিলেঢালা হরতাল চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
সিলেটে ঢিলেঢালা হরতাল চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: মানবতাবিরোধী অপরাধের দায়ে জাময়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে চলছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালে নগরীতে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা যায়।



সকাল সোয়া ৮টার দিকে নগরীর কাজলশাহ এলাকায় ঝটিকা মিছিল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে শিবির কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজলশাহ এলাকায় ১০-১৫ জন শিবির কর্মী অতর্কিত মিছিল বের করে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে পুলিশ আসার আগেই পালিয়ে যায়। এছাড়া, নগরী ও আশপাশের এলাকায় আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালে নাশকতা প্রতিরোধে নগরীতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জাময়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।