ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ রোববার

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৪, আগস্ট ৫, ২০১০
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ রোববার

ঢাকা : বিএনপির সমাবেশের প্রতিবাদে পাল্টা প্রতিবাদ সমাবেশের কর্মসুচি ঘোষণা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। রোববার বিকেল সাড়ে ৩টায় মুক্তাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

   

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে বিএনপি বৃহস্পতিবার মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করে।

সভায় সভাপতি করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ। বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহানগর আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান, ফয়েজ উদ্দিন মিয়া, প্রমুখ।

বাংলাদেশ সময় ২১.৪০, আগস্ট ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।