ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শিবির ক্যাডারকে পুলিশে দিল ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
শিবির ক্যাডারকে পুলিশে দিল ছাত্রলীগ

কক্সবাজার : কক্সবাজার সরকারি কলেজের ছাত্রশিবিরের ক্যাডার তাজিমকে ধাওয়া করে পুলিশে সোপার্দ করেছে একই কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে কলেজ থেকে তাকে আটক করা হয়।

আটক তাজিম কলেজ শিবিরের বাণিজ্য বিভাগের সভাপতি।

কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ৩ ডিসেম্বর তাজিমের নেতৃত্বে ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম মোস্তাকের ওপর হামলা করে ছাত্রশিবিরের ক্যাডাররা। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ওই শিবির ক্যাডার।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, সরকারি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা তাজিমকে আটক করে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে কলেজ থেকে তাজিমকে থানায় নিয়ে আসে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময় : ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।