ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদা বিএনপির সম্পদ নয়, বোঝা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
‘খালেদা বিএনপির সম্পদ নয়, বোঝা’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির জন্য সম্পদ নয়, বরং বোঝা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার কারণেই বিএনপি আজ সংসদে নেই। তিনি কিছুতেই দলটির সম্পদ হতে পারেন না।

আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুলের সমালোচনার জবাবে তিনি বলেন, দয়া করে আমাদের সমালোচনা করবেন না। আত্ম-সমালোচনা করুন। তাহলে বিএনপি উপকৃত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, দেশের শান্তি বিএনপির ভালো লাগে না। তবে হানাহানির ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে।

বিএনপিকে গণতন্ত্রের পথে হাঁটার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) যদি তা না করে, তাহলে তারেক রহমানের মতো খালেদা জিয়াকেও দেশ ছেড়ে পালাতে হবে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, ৫ জানুয়ারি বিএনপি দ্বিতীয় আত্মহত্যা দিবস পালন করেছে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬/আপডেট: ১৫০৫ ঘণ্টা
এফবি/জেডএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।