ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করছে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
‘নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করছে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশন সরকারের আনন্দের ঢাক-ঢোল পেটাচ্ছে। তারা কোনো সাংবিধানিক দায়িত্ব পালন করছে না।



শনিবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

গত বছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভার নির্বাচন নিয়ে রুহুল কবির রিজভী বলেন, গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হয়েছে। তবে জনগণের হার হয়েছে। পৌরসভার নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা মাঠে কাজ করতে পারেননি। গণতন্ত্র অবরুদ্ধ, নেতাকর্মীদের নামের পাশে মামলা-হামলার দায় চাপিয়ে দেওয়া হয়েছে। সেখানে খুব অল্প কয়েক জন নেতাকর্মী মাঠে কাজ করতে পেরেছেন।

২০ দলীয় জোট ভাঙার পেছনে সরকারের হাত আছে কি-না- এমন প্রশ্নের জবাবে রিজভী এরশাদ সরকারের উদাহরণ টেনে বলেন, যখন কোনো সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তারা এ ধরনের কাজ করে। বিগত সময়ে এরশাদ সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। বর্তমান সরকারও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে কারণে তারাও এ ধরনের কাজ করছে।

ইসলামী ঐক্যজোটের ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে রিজভী বলেন, মহাসাগর থেকে এক বালতি পানি তুলে নিলে কি আর মহাসাগর শুকিয়ে যায়? যায় না, তাই এতে বিএনপির কোনো ক্ষতি হবে না।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সদস্য শাহীন শওকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির, রাজশাহী মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক  ও জেলা বিএনপির দফতর সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।