ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সংবাদকর্মীর ওপর হামলায় সৈনিকলীগ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
সংবাদকর্মীর ওপর হামলায় সৈনিকলীগ নেতা বহিষ্কার

যশোর: যশোরে চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পারসন ও গাড়ি চালকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত আব্দুর রহমান কাকনকে দল থেকে বহিষ্কার করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ।

শনিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির  সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।



বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদকর্মীদের ওপর হামলার অভিযোগে বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর শহর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান কাকনকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) রাত ৯টার দিকে আব্দুর রহমান কাকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পারসন রিপন হোসেন ও গাড়ি চালক আলাউদ্দিনের ওপর হামলা করে। পরে রাতেই কাকনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

** যশোরে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।