ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হাসিনাকে আরও কয়েক টার্ম প্রধানমন্ত্রী হওয়া দরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
হাসিনাকে আরও কয়েক টার্ম প্রধানমন্ত্রী হওয়া দরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম / ফাইল ফটো

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে  আরও কয়েক টার্ম প্রধানমন্ত্রী হওয়া দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য বলেন।



সৈয়দ আশরাফ বলেন, ‘শেখ হাসিনাকে আরও সময় দিতে হবে। তাকে আরও এক টার্ম নয়, কয়েক টার্ম সময় দিতে হবে। আরও কয়েকটা টার্ম তার প্রধানমন্ত্রী হওয়া দরকার। ’
 
‘এটা শেখ  হাসিনার জন্য নয়, বাংলাদেশের জন্য, বাংলাদেশের  মানুষের জন্য, উন্নয়নের জন্য। ’

‘বঙ্গবন্ধুকে কেউ দমাতে পারেনি আর শেখ হাসিনাকেও কেউ দমাতে পারবে না,’ বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসকে/এমআইকে/এমএ

** আওয়ামী লীগের জনসভা শুরু, সভামঞ্চে প্রধানমন্ত্রী
** সাভার ছেড়েছে সহস্রাধিক বাস-মিনিবাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।