ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক সন্ধ্যায়

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
খালেদার সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সাক্ষাত করবেন সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ।

সন্ধ্যা সাতটায় খালেদার বাসভবন রাজধানীর গুলশানের ফিরোজায় যাবেন সৌদি যুবরাজ।

এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা সায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

দু’দিনের সফরে সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা পৌঁছান সৌদি যুবরাজ। তার সঙ্গে রয়েছেন ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মাদ আলী। মঙ্গলবারই তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।