ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ নেতাকে হুমকির অভিযোগে সাভারে সড়ক অবরোধ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ছাত্রলীগ নেতাকে হুমকির অভিযোগে সাভারে সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাভার ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের কাছ থেকে চাঁদা দাবি ও টেলিফোনে হত্যার হুমকির অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রায় ত্রিশ মিনিট  সড়ক অবরোধ করে রাখায় ঢাকা-আরিচা মহাসড়ক উভয়পাশে যানজটের সৃষ্টি হয়।



মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুজ্জামান ।

ছাত্রলীগের সভাপতি আতিকের অভিযোগ, সোমবার (১১ জানুয়ারি) রাতে ডিবির এসআই জিল্লুর তার কাছে চাঁদা চান এবং পরে হত্যার হুমকি দেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমআইকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।