ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

চৌমুহনীতে জাল ভোট দিতে গিয়ে ৫ যুবক শ্রীঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
চৌমুহনীতে জাল ভোট দিতে গিয়ে ৫ যুবক শ্রীঘরে

নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় স্থগিত ১০টি কেন্দ্রে পুনঃ ভোটগ্রহণের সময় জাল ভোট দিতে গিয়ে আটক ৫ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে ও বিকেলে পৃথক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।



দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. হানিফ, ফখরুল, মো. ইউছুফ, কামরুজ্জামান ও মো. ইয়াছিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুর ১টার দিকে পৌরসভার উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে হানিফ ও ফখরুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকারুজ্জামান তাদের ৬ মাস করে বিনাশ্রাম কারাদণ্ডের নির্দেশ দেন।

অপরদিকে, বিকেল ৩টার দিকে মধ্যম করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ইউছুফ, কামরুজ্জামান ও ইয়াছিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবরাউল হাসান মজুমদার তাদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।