ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

রামগতিতে কাউন্সিলর পদে জয়নাল বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
রামগতিতে কাউন্সিলর পদে জয়নাল বিজয়ী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পুননির্বাচনে জয়নাল আবেদিন কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ এ তথ্য জানিয়েছেন।



উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, পুননির্বাচনে কাউন্সিলর পদে জয়নাল আবেদিন (পানির বোতল) পেয়েছেন ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ কুমার মজুমদার (উট পাখি) পেয়েছেন ৪১৪ ভোট।

এর আগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটের ফলাফলে ওই ওয়ার্ডের এই দু’জন কাউন্সিলর প্রার্থী সর্বোচ্চ সমান সংখ্যক ৫৩৩টি করে ভোট পেয়েছেন। সে কারণে পৌর নির্বাচনী বিধি অনুযায়ী পুননির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

সকাল ৮টা থেকে তোরাব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোট গ্রহণ  শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ ওয়ার্ডে ১ হাজার ৪৮৫ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৭২৫ ও নারী ৭৬০ জন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।