ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জামায়াত নিষিদ্ধে আইন হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
জামায়াত নিষিদ্ধে আইন হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: খুব শিগগিরই জামায়াত নিষিদ্ধে আইন করা হচ্ছে। সংসদ অধিবেশনে বিষয়টি উপস্থাপন করা হবে।

পরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে পাঠানো হবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশালে চিফ জুডিশিয়াল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

এরআগে বরিশাল আদালত চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বিচার বিভাগ আজ স্বাধীন। স্বাধীন এ বিচার বিভাগকে আরো সমৃদ্ধ করার লক্ষে ৬৪ জেলায় নির্মাণ করা হচ্ছে চিফ জুডিশিয়াল বহুতল ভবন। পাশাপাশি পুরাতন ভবনগুলো মেরামত অথবা পুনঃনির্মাণ করা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, দেশের মানুষ এখন জানতে শুরু করেছে অপরাধ করলেই সাজা হয়। বঙ্গবন্ধুসহ বুদ্ধিজীবীদের হত্যার পর এই দেশে কোনো এজাহার হয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ হত্যাগুলোর বিচারকাজ শুরু হয়।

তিনি বলেন, ২০১০ সালে বঙ্গবন্ধুর হত্যার বিচারের মধ্য দিয়ে একের পর এক হত্যার বিচার হচ্ছে। ৭১’র ঘাতক, দালাল ও দোসরদের এ দেশের মাটিতে বিচার হচ্ছে। এ সবকিছুই বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, জিপি-পিপিদের সম্মানীর বিষয়টি খুবই লজ্জাজনক। আমি প্রধানমন্ত্রীকে বিষয়টি বোঝাতে পেরেছি। আপনাদের বেতন-সম্মানী বাড়ানো হবে, যা সম্মানজনক হবে।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ইউসুব হোসেন হুমায়ুন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মোহাম্মাদ ইউনুচ, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শেখ মো. টিপু সুলতান, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার শাহা, উপ সচিব (উন্নয়ন) সৈয়দ কামাল হোসেন, উপ সচিব (প্রশাসন-১) মো. মাহাবুবুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আনিছ উদ্দিন শহিদ, সাধারণ সম্পাদক অ্যাড. কাজি মুনিরুল হাসান, বরিশাল জোন গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনূল ইসলাম প্রমুখ।

সমাবেশে আদালতের বিচারক, বরিশাল মেট্রো ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরআগে দুপুর দেড়টায় বরিশালে জেলা জজ আদালত চত্বরে ৩৭ কোটি টাকা ব্যয়ে ১২তলা বিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড, আনিছ উদ্দিন শহিদ বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে বরিশাল জেলা জজ আদালতে ভবন সংকট থাকায় বিচারকাজ ব্যাহত হচ্ছে। এ ভবন হলে বিচারক সংকট ও মামলার জট থাকবে না।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।