ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বুধবার প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাবে বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বুধবার প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাবে বিএনপি

ঢাকা: সরকারের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া বুধবার (১৩ জানুয়ারি) জানাবে বিএনপি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মোবাইলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি বলেন, বুধবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিএনপি ও খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাবেন।

তবে কোথায় এবং কখন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সে বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানান রিজভী।

টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠনের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।