ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে সেচ্ছাসেবকলীগ কর্মীকে কুপিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
ঝিনাইদহে সেচ্ছাসেবকলীগ কর্মীকে কুপিয়ে আহত

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ায় সজিব হোসেন (১৮) নামে এক সেচ্ছাসেবকলীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে ব্যাপারিপাড়া এলাকায় এ ঘটন‍া ঘটে।

সজিব হোসেন শহরের ব্যাপারিপাড়া এলাকার ছাত্তার হোসেনের ছেলে।

জানা যায়, রাত ৯ টার দিকে ৪/৫ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সজিবকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ঝিনাইদহ জেলা ছত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ আহতর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, সজিব সেচ্ছাসেবক লীগের কর্মী।

বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।