ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সদস্য সংগ্রহ বিষয়ে গণসংহতির সংবাদ সম্মেলন শুক্রবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
সদস্য সংগ্রহ বিষয়ে গণসংহতির সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকা: গণসংহতি আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শুরু হবে এই সংবাদ সম্মেলন।



সংবাদ সম্মেলন সফল করতে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ২৭, ২৮ ও ২৯ নভেম্বর-২০১৫ তৃতীয় প্রতিনিধি সম্মেলনে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তির নেতৃত্বশীল দল হিসেবে ‘গণসংহতি আন্দোলন’ একটি রাজনৈতিক দল আকারে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।

২০০২ সালের ২৯ আগস্ট গণসংহতি আন্দোলন বেশ কয়েকটি গণসংগঠনকে সঙ্গে নিয়ে একটি জাতীয় রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে। এই গণসংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি, নারী সংহতি, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, প্রতিবেশ আন্দোলন ও বাংলাদেশ কৃষক-মজুর সংহতি।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।