ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকারের দমনীতির কারণে ‘গণবিস্ফোরণ’ ঘটতে পারে: নজরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১০
সরকারের দমনীতির কারণে ‘গণবিস্ফোরণ’ ঘটতে পারে: নজরুল ইসলাম

ঢাকা: সরকারের দমন নীতির কারণে যে কোনো মুহূর্তে ‘গণবিস্ফোরণ’ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার সকালে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী শের-ই-বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার বিরোধী দলের ওপর দমন পীড়ন অব্যাহত রেখেছে। প্রশাসনসহ সর্বস্তরে দলীয় লোক বসিয়ে দমননীতি চালাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে যে কোনো মুহূর্তে গণবিস্ফোরণ ঘটতে পারে। ’

ড্যাবের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকার গত দেড় বছরে ৩২ চিকিৎসককে চাকরিচ্যুত এবং এক হাজার চিকিৎসককে অনুন্নত এলাকায় বদলি  করেছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান।

তিনি আরো বলেন, ‘সরকার গণতান্ত্রিক আচরণ করলে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হতো। কিন্তু তারা তা করছে না। ’

এ সময় ড্যাবের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।