ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ীতে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
পলাশবাড়ীতে জামায়াত নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক ওরফে মাইক বক্করকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে পাশের পীরগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


   
তিনি পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের বাসিন্দা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, জামায়াত নেতা মাইক বক্করের বিরুদ্ধে ১৮টি নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ওসি জানান, দুপুরে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।