ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সমবেদনা জানাতে আর এ গণির বাসায় খালেদা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
সমবেদনা জানাতে আর এ গণির বাসায় খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রবীণ নেতা ড. আর এ গণির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে তার বাসায় গেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়া ড. আর এ গণির ধানমন্ডির বাসায় যান।

এ সময় তিনি কিছু সময় অবস্থান করেন, পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সার্বিক খোঁজ-খবর নেন।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার অসিম উদ্দিন।

বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ড. আর এ গণি। তিন দফা জানাজা শেষে শুক্রবার বিকেলে তাকে বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এমএম/আইএ

** রাতে আর এ গণির বাসায় যাচ্ছেন খালেদা জিয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।