ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘অযথা চাপ সৃষ্টিতে রাষ্ট্রপক্ষের রিভিউ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
‘অযথা চাপ সৃষ্টিতে রাষ্ট্রপক্ষের রিভিউ’ খন্দকার মাহবুব হোসেন / ফাইল ফটো

ঢাকা: ‘অযথা চাপ সৃষ্টির জন্যই রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করেছেন’ বলে মন্তব্য করেছেন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাবাসে থাকা জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
 
রোববার (১৭ জানুয়ারি) সাঈদীর খালাস চেয়ে রিভিউ আবেদনের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



খন্দকার মাহবুব বলেন, যদি কোনো অভিযোগে অপরাধ প্রমাণিত হয়, সেই অপরাধের সাজা কি দেবেন সেটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এ বিষয়ে রিভিউ করার রাষ্ট্রপক্ষের কোনো আইনগত বৈধতা নেই।

রিভিউ শুনানির বেঞ্চের বিষয়ে খন্দকার মাহবুব বলেন, এটি নির্ধারণ করবেন প্রধান বিচারপতি। তবে আমাদের আশা থাকবে, পূর্ণাঙ্গ বেঞ্চই এ আবেদন শুনবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঈদীর আইনজীবী ইউসুফ আলী, মতিউর রহমান আকন্দ এবং সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

গত বছরের ৩১ ডিসেম্বর সাঈদীর আপিল মামলার ৬১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ চূড়ান্ত রায় প্রকাশ করেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

এরপর গত ১২ জানুয়ারি দুপুরে রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড সৈয়দ মাহবুবুর রহমান সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির দণ্ডাদেশ পুনর্বহালের আরজিতে ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানান (নং ০৩/২০১৬)।   ৩০ পৃষ্ঠার মূল আবেদনসহ ৬৫৩ পৃষ্ঠার রিভিউ আবেদনে ফাঁসি পুনর্বহালে ৫টি যুক্তি দেওয়া হয়েছে।

রোববার রিভিউ আবেদন জানান সাঈদী। রিভিউ আবেদনে অভিযোগ থেকে অব্যাহতি ও খালাসের আরজি জানানো হয়েছে। ৯০ পৃষ্ঠার রিভিউ আবেদনে মোট ১৬ যুক্তিতে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস চেয়েছেন পিরোজপুরের এ যুদ্ধাপরাধী।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।