ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘টোকাই দিয়ে বিএনপি অফিস দখলের চেষ্টা চলছে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
‘টোকাই দিয়ে বিএনপি অফিস দখলের চেষ্টা চলছে’ রুহুল কবির রিজভী আহমেদ / ফাইল ফটো

ঢাকা: সরকার বস্তির কিছু টোকাই দিয়ে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, বিএনপি যেন শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারে সেজন্যই এমনটি করছে সরকার।



রোববার (১৭ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। নয়াপল্টন এলাকায় বিএনপি ও ‘আসল বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে কার্যালয় দখল নিয়ে সংঘর্ষের পর এ সংবাদ সম্মেলন করা হয়।

রিজভী বলেন, কিছু নিকৃষ্ট বস্তির লোক নিয়ে এসে মিছিল করিয়ে সরকার প্রমাণ করতে চায় এরা বিএনপির একটি অংশ। সরকার আমাদের শান্তি-স্বস্তিতে মিছিল-মিটিং করতে দেয় না। অথচ এজেন্টের মাধ্যমে কিছু নিকৃষ্ট টোকাই ধরে এনে প্রটোকল দিয়ে মিছিল করায়। এতেই বোঝা যায় কারা এর সঙ্গে জড়িত।

বিএনপির এ নেতা বলেন, সরকার জনবিছিন্ন হয়ে একের পর এক নাটক ও ষড়যন্ত্র করছে। গত কয়েক দিন আগেও কিছু রাস্তার টোকাই দিয়ে পার্টি অফিসে হামলা করেছে। এর আগেও অনেককে দিয়ে বিএনপি ভাঙার চেষ্টা করেছে। কিছুতেই কিছু হয়নি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াই দলর একমাত্র ধারক-বাহক। তার নেতৃত্বেই বিএনপি পরিচালিত হচ্ছে এবং হবে।

তিনি বলেন, সরকারের হীনমণ্যতা থেকেই এসব নিকৃষ্ট কাজ চলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের এসব হীনমণ্য কর্মকাণ্ড দেখে লোকজন ছি ছি করছে।

সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনারা যদি এমন নিকৃষ্ট কর্মকাণ্ড অব্যাহত রাখেন, তবে মনে রাখবেন জনগণকে সবসময় থামিয়ে রাখা যাবে না। জনগণের বিচার হচ্ছে ভয়ংকর। জনগণের শাস্তি কঠিন শাস্তি। জনগণের শাস্তিতে মাজা সোজা করে দাঁড়াতে পারবেন না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবির মুরাদ, সহ-দফতর সম্পাদক তাইফুন ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম মাহতাব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।