ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে পেটালো কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বগুড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে পেটালো কর্মীরা

বগুড়া: সাধারণ শিক্ষার্থীকে মারধরের জেরে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে মুকুল ইসলাম নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়েছে কর্মীরা।

রোববার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।



নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষার্থী বাংলানিউজকে জানান, শনিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুকুল ইসলাম ও তার লোকজন একই কলেজের সাধারণ শিক্ষার্থী এইচএসসি পড়ুয়া রাকিবকে মারপিট করেন। এর জের ধরে রোববার বেলা ১২টার দিকে ওই শিক্ষার্থীর পক্ষ নিয়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মী সংগঠনের সাবেক নেতা মুকুল ইসলামকে মারপিট করেন।

তবে মুকুল ইসলাম বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীরা তাকে পিটিয়েছে। অবশ্য বিষয়টিতে আপোস হয়ে গেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি বিশ্বজিৎ কুমার জানান, এখানে সংগঠনের মধ্যে কোনো আধিপত্য বিস্তারের ঘটনা নেই। বড় ও ছোট ভাইদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। পরে বসে তাদের শাসন করে দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর জালাল উদ্দিন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরাই তাদের নেতাকে মারপিট করেছে।

ঘটনার পরপরই বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং বর্তমানে কলেজ ক্যাম্পাস শান্ত রয়েছে বলে জানান অধ্যক্ষ।
 
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমবিএইচ/আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।