ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দুমকী উপ‌জেলা জামায়া‌তের সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
দুমকী উপ‌জেলা জামায়া‌তের সেক্রেটারি গ্রেফতার

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপ‌জেলা জামায়া‌তের সেক্রেটারি  মওলানা আবুল বাশার‌কে গ্রেফতার ক‌রেছে দুমকী থানা পু‌লিশ।

রোববার (১৭ জানুয়ারি) রাত ৮টার দি‌কে উপ‌জেলা সদ‌রের নিজ বাসা থে‌কে তা‌কে গ্রেফতার করা হ‌য়।



দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ফারুকী আজমী বাংলা‌নিউজ‌কে জানান, তার বিরু‌দ্ধে রাষ্ট্র‌দ্রোহী মামলা দা‌য়ের করা হয়েছে। এর আগে তাকে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযো‌গে আটক করা হ‌য়।

২০১৫ সালের অবরোধের সময় তিনি রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড করেছিলেন। এর পর থেকে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।