ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: স্কুলগুলোতে বর্ধিত ফি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।  
 
সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।


 
কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহ-সভাপতি দিলরুবা নুরী, সাধারণ সম্পাদক শ্যামল বর্মন, রাধা রানী বর্মন, ওসমান গনি মুন, ধনঞ্জয় বর্মন প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বগুড়াসহ সারাদেশে স্কুলগুলোর বর্ধিক ফি প্রত্যাহারসহ বিভিন্ন দাবি জানান। এসব দাবি মেনে নেওয়া না হলে তারা জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
 
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এমবিএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।