ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির কাছে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চায় ‘আসল বিএনপি’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বিএনপির কাছে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চায় ‘আসল বিএনপি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ক্ষতিপূরণ হিসেবে দলটির কাছে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেধে দিয়েছেন ‘আসল বিএনপি’র আহ্বায়ক দাবিদার কামরুল হাসান নাসিম।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন।

২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ না পেলে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নাসিম।

তিনি দাবি করেন, তার বিএনপি ‘আসল বিএনপি’। বিএনপি কার্যালয়ে গত ২০ বছর যাবত যত কাউন্সিল হয়েছে তা গণতান্ত্রিকভাবে হয়নি। এর জবাব বিএনপিকে দিতে হবে। কার্যালয়ের সামনে এ নিয়ে উচ্চ আদালত বসানো হবে।

নাসিম বলেন, কিছুদিনের মধ্যে বিএনপির মধ্যে বিপ্লব ঘটবে। এরপর থেকে নেতাকর্মীরা ‘আসল বিএনপি’তে ভিড়বে।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় দখল নিয়ে ওই এলাকায় সংঘর্ষে জড়ায় বিএনপি ও ‘আসল বিএনপি’র নেতাকর্মী। এসময় ‘আসল বিএনপি’র নিয়ে আসা একটি পিকআপ আগুনে পুড়িয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা।

এর আগে, গত ২ জানুয়ারিও কার্যালয় দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
 
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এমএম/আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।