ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর সিলেট সফর

আওয়ামী লীগের প্রচার মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আওয়ামী লীগের প্রচার মিছিল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সিলেট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে প্রচার মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি বের হয়।

নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে গিয়ে এটি শেষ হয়।  

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

মিছিলে উপস্থিত আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রীর সিলেট আগমনের দিন আলিয়া মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হবে।    

জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রচার মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় সংসদের মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালিক, অ্যাড. রাজ উদ্দিনসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এনইউ/জেডএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।