ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এরশাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান জাপা সংসদীয় দলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এরশাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান জাপা সংসদীয় দলের ছবি :শাকিল / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির বৈঠক থেকে তোপের মুখে বেরিয়ে গেলেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তার সঙ্গে সদ্য নির্বাচিত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও বের হয়ে যান বলে জানিয়েছে বৈঠক সূত্র।



এরশাদ বেরিয়ে যাওয়ার পরও প্রায় ৪০ মিনিট স্থায়ী হয় জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির বৈঠক। বৈঠকে এরশাদের সব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

তিনি আরও জানিয়েছেন, পার্লামেন্টারি পার্টির বৈঠকে উদ্ভূত পরিস্থিতি নিরসনের জন্য সংসদীয় দলের নেতা রওশন এরশাদকে যৌথ সভা ডাকার অনুরোধ জানানো হয়েছে। এবং সেখানে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানালে তিনি সায় দিয়েছেন।

সংসদ ভবনে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া ৩টায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এর ১৫ মিনিট পর সাড়ে ৩টায় বৈঠকে যোগ দেন হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু বৈঠকে সিনিয়র নেতারা এরশাদের কাছে কৈফিয়ত চেয়ে বসেন কেন জিএম কাদেরকে কো-চেয়ারম্যান আর রুহুল আমিন হাওলাদারকে কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব করা হলো? সর্বশেষ কেন জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে দিয়ে কেন হাওলাদারকে মহাসচিব করা হলো?

এসব প্রশ্নের জবাব না দিয়ে বৈঠক থেকে বেরিয়ে যান এরশাদ।

সিনিয়র নেতাদের উত্তেজিত ভঙ্গিতে চাওয়া প্রশ্নের জবাব দিতে না পেরে ৪৫ মিনিট পর বিকেল সোয়া ৪টায় বেরিয়ে তার কার্যালয়ে যান এরশাদ ও রুহুল আমিন হাওলাদার। যাওয়ার সময় তাদের মুখ মলিন দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ সময় এরশাদ সাংবাদিকদের বলেন, ‘আমি যে সিদ্ধান্ত দিয়েছি, যে কথা বলেছি, সেটায় অটল থাকবো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল থাকবো’।

রোববার (১৭ জানুয়ারি) রংপুরে সংবাদ সম্মেলনে ছোট ভাই জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন এরশাদ। একই সঙ্গে দলের জাতীয় কাউন্সিলের জন্য জিএম কাদেরকে আহ্বায়ক ও রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব করে প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।

এতে ক্ষোভ প্রকাশ করেন দলের সিনিয়র নেতারা। পরদিন সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রেসিডিয়াম ও পার্লামেন্টারি পার্টির বিশেষ বৈঠকে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়।

মঙ্গলবার দুপুরে রংপুর থেকে ফিরে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে দিয়ে এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নিযুক্ত করেন এরশাদ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআই/এএসআর

** বাবলুকে অব্যাহতি, নতুন মহাসচিব হাওলাদার
** এরশাদের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে
** জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন এরশাদ!
** এরশাদের সিদ্ধান্তে সংকটে জাপা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।