ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সমাজবিজ্ঞানী ও রাজনীতিক ড. আজাদ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
সমাজবিজ্ঞানী ও রাজনীতিক ড. আজাদ আর নেই ছবি: প্রতীকী

ঢাকা: সমাজবিজ্ঞানী, গবেষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ড. লেনিন আজাদ আর নেই (ইন্নালিল্লাহে...রাজিউন)। দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগে বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মনিপুরী পাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

এসময় তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
 
ড. লেনিন আজাদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি বাংলানিউজকে জানানো হয়েছে। স্বজনরা জানান, তাকে গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর দুর্লভপুরে সমাহিত করা হবে।
 
ড. লেনিন আজাদ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ওপর পিএইচডি লাভ করেন। তিনি সমাজ বিজ্ঞান, ইতিহাস ও রাজনীতি বিষয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেন। এরমধ্যে উল্লেখযোগ্য হল- মুঘল আমলে বাংলার কৃষি কাঠামো, বিপন্ন বাংলাদেশ ও উন্নয়নে এনজিও মডেল।

লেনিন আজাদ বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) রিসার্চ ফেলো হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৮০ সালে বিপ্লবী ছাত্রমৈত্রীতে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা। তিনি বাংলাদেশ কমিউনিস্ট লিগের সক্রিয় কর্মী হিসেবে দলটির সঙ্গে যুক্ত হন।
 
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এইচআর/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।