ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদার অবস্থা হবে ভয়াবহ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
‘খালেদার অবস্থা হবে ভয়াবহ’ ছবি : রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পৌরসভা নির্বাচনসহ আগামী নির্বাচনগুলোতে খালেদা জিয়ার ভয়াবহ অবস্থা হবে বলে মন্তব্য করেছেন দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
 
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।


 
মায়া বলেন, খালেদা জিয়ার বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে না এলেও ও পৌর নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু জনগণ জবাব দিয়ে দিয়েছে। বাকি থাকা পৌরসভাসহ আগামী নির্বাচনেও তার অবস্থা আরো ভয়াবহ হবে।
 
৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপির এ নেত্রী এখন ক্ষমতা থেকে ছিটকে পড়েছেন বলেও মন্তব্য করেন মায়া।
 
‘খালেদা জিয়ার সামনে এখন একমাত্র পথ রয়েছে, জাতির কাছে ক্ষমা চেয়ে ২০১৯ সালের নির্বাচনে অংশ নেওয়া। সে নির্বাচনেও মানুষ তার কৃতকর্মের উপযুক্ত জবাব দেবে’।
 
আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, সংসদ সদস্য সানজিদা খানম প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।