ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ এখন গরিব দেশ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বাংলাদেশ এখন গরিব দেশ নেই কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

শেরপুর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন আর গরিব দেশ নেই। জাতিসংঘ বলেছে বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়েছে।

আমরা নিম্ন মধ্যবিত্ত  থাকব না, উচ্চ মধ্যবিত্ত হব।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র ও অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মতিয়া বলেন, আমাদের দৃষ্টি আকাশের দিকে; শুকুনের মতো  লাশের দিকে না, নিচের দিকে না। আমাদের দেশে একটা রাজনৈতিক দল আছে যারা লাশের রাজনীতি করে, মানুষ পুড়িয়ে মারে।

তিনি বলেন, আমরা সুস্থ রাজনীতি করি। মানুষকে সামনের দিকে নিয়ে যেতে চাই। তাই শিক্ষা, যোগাযোগসহ বিদ্যুতের উন্নয়ন করেছি। বিগত সরকার যেখানে ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিল, আমরা সেখানে ১২ হাজার মেগাওয়াটের কাছে এসেছি।

এদিন মন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম ও অষ্টম শ্রেণির  এক হাজার ১৫৯ জন শিক্ষার্থীকে কম্বল দেন। এছাড়া ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৩ জন এসএসসি পরীক্ষার্থীকে ৫০০ টাকা করে মোট দুই লাখ ৩১ হাজার ৫০০ টাকা বিতরণ করেন।

এ সয়ম উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক ড. এম পারভেজ রহিম, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সাঈদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।