ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার ভাতিজাসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
খালেদার ভাতিজাসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় খালেদা জিয়ার ভাতিজাসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

এরা হলেন-ফুলগাজী উপজেলার শ্রীপুরে খালেদা জিয়ার চাচাতো ভাইয়ের ছেলে একেএম মহিউদ্দীন সামু, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহ আলম, মোমিন মেম্বরসহ শতাধিক নেতাকর্মী।



বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর ইস্কান্দারিয়া আলীম মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুল দিয়ে ম‍ুজিব কোট পরিধান করে তারা আওয়ামী লীগে যোগ দেন।

আওয়ামী লীগে যোগদানকৃত সামু এক সময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

২০০১ সালে বিএনপির সমর্থন নিয়ে ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম।

বিশেষ অতিথি ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সহ-সভাপতি খায়রুল বাসার তপন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার এলাকা শ্রীপুরসহ উপজেলার হাজার হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।