ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধুনটে আ’লীগ নেতার হত্যাকারীদের নামে মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ধুনটে আ’লীগ নেতার হত্যাকারীদের নামে মামলা

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মমতাজুর রহমান (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে নিহত মমতাজুর রহমানের ছেলে রবিউল হাসান বাদী হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।



ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মমতাজুর রহমানের মরদেহ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে, জানান মিজানুর রহমান।

** ধুনটে ভাতিজার ঘুষিতে আ’লীগ নেতার মৃত্যু

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।