ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: শনিবার (২৩ জানুয়ারি) স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
ওইদিন রাত সাড়ে ৮টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


 
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় কাউন্সিল, তৃণমূল পুনর্গঠন, দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে ‌ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ এবং রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে পরামর্শ করার জন্য এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
 
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এজেড/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।