ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রামগঞ্জে আ’লীগের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
রামগঞ্জে আ’লীগের সমাবেশ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে সংগঠনকে গতিশীল করতে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার দরবেশপুর ইউনিয়নের কচুয়া আহম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ সভার আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক জাহাঙ্গীর আলম।

রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- চাটখিল পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ উল্যাহ, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া আক্তার শিউলি, যুবলীগ নেতা বশির আহম্মদ মানিক, ছাত্রলীগ নেতা সৈকত মাহমুদ সামছু, মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া ও রাজু আহমেদ প্রমুখ।

সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।