ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ’লীগ নেতা এম এ আজিজ আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
আ’লীগ নেতা এম এ আজিজ আর নেই এম এ আজিজ

ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।



শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আব্দুল গফুর আওয়ামী লীগ নেতা এম এ আজিজের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

শনিবার সকালে এম এ আজিজ পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬/আপডেট: ১৩৩০ ঘণ্টা
এজেএডএস/এমজেএফ

** জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এম এ আজিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।