ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গয়েশ্বরের নামে ফেসবুকে আইডি খুলে চাঁদা দাবি!

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
গয়েশ্বরের নামে ফেসবুকে আইডি খুলে চাঁদা দাবি! গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন স্থানে চাঁদা আদায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।



গয়েশ্বর বলেন, আমার নামে ভুয়া একটি ফেসবুক আইডি খুলে বিভিন্ন স্থান থেকে চাঁদা দাবি করছে একটি সংঘবদ্ধ চক্র। আশা করছি এ চক্রের বিরুদ্ধে সরকার ও প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। কারণ এ ধরনের চক্রদের আটক করলে অন্যান্য সাধারণ মানুষও উপকৃত হবে।

তিনি আরো বলেন, আমার শুধু একটি ফেসবুক আইডি রয়েছে। সেটাও আমি বেশি ব্যবহার করি না। এ চক্রটি আমার মান-সম্মান ক্ষুণ্ন করেছে।

বিষয়টি উল্লেখ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এমএম/জেডএফ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।