ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আলমগীরই থাকলেন এনডিপি চেয়ারম্যান

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
আলমগীরই থাকলেন এনডিপি চেয়ারম্যান

ঢাকা: আলমগীর মজুমদারকে ফের চেয়ারম্যান ও আলীনূর রহমান খান সাজুকে মহাসচিব করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের হল রুমে আয়োজিত পার্টির জাতীয় কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।



কমিটিতে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে মাহবুব হোসেন ও মির্জা রুহুল আমিনকে।

আর যুগ্ম মহাসচিব হলেন জাহাঙ্গীর হোসেন ও রেজাউল করিম, আনোয়ার হোসেনতে অর্থ সম্পাদক, রুহুল আমিনকে দপ্তর সম্পাদক এবং লোকমান হোসেনকে প্রচার সম্পাদক করা হয়েছে।

আলমগীর মজুমদারের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন- ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।

নিলু বলেন, দেশে অনেক সরকার এসেছে। কিন্তু কাঙ্ক্ষিত গণতন্ত্র আমরা পাইনি। বৃহত্তর জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবে রূপ লাভ করেনি।

‘আওয়ামী লীগ বা বিএনপি কেউ জনগণের কথা ভাবেনি। তাই দেশবাসীকে তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ’

তিনি বলেন, যারা ক্ষমতায় থেকেছে বা এসেছে তারা কেবল নিজেদের সুবিধা মতো দলীয় স্বার্থে সরকার পরিচালনায় ব্যস্ত থেকেছে। শুধু দেশ একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা পায়নি।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।