ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সবাই মিলে দেশ এগিয়ে নিয়ে যাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
সবাই মিলে দেশ এগিয়ে নিয়ে যাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: ‘ধর্ম যার যার দেশটা সবার। আসুন আমরা সবাই এক সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাই।

মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেওয়াই সব ধর্মের প্রথম কাজ’।
 
শনিবার (২৩ জানুয়ারি) রাতে ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৮তম আর্বিভাব বর্ষ স্মরণ মহোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া এলাকায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

সেলিনা হায়াত আইভী বলেন, আমি সব ধর্মের গুরুকে সম্মান করি। যখন মানুষের মধ্যে ধর্মের মাহাত্ম্য জেগে ওঠে তখন আর কেউ মানবতাবিরোধী কাজ করতে পারে না।
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক অবিনাস চন্দ্র সাহা।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির, প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নি, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, লায়ন শংকর সেনগুপ্ত। মুখ্য আলোচক ছিলেন অনুকূল চন্দ্র সতসঙ্গ হিমায়িতপুর পাবনার কেন্দ্রীয় আশ্রমের প্রতিঋত্বিক মৃণাল কান্তি মল্লিক। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত প্রখ্যাত আলোচক পঙ্কজ মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্মরণ উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব চুনীলাল ভৌমিক।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।