ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা-তারেককে বাদ দিয়ে দল পুনর্গঠন করুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
খালেদা-তারেককে বাদ দিয়ে দল পুনর্গঠন করুন ছবি : রানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির কাউন্সিলে খালেদা-তারেককে বাদ দিয়ে দল পুনর্গঠনের করতে দলটির নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমিতে ‘৬৯’র গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা  সভায় তিনি এ আহ্বান জানান।


 
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী খালেদার ‘অপরাজনীতির’ কারণে শুধু দল নয়, পরিবারেরও ভাঙন শুরু হয়েছে। জনগণের কাছে ক্ষমা চেয়ে অপরাজনীতি থেকে বেরিয়ে আসুন।

বিএনপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, কাউন্সিলকে সামনে রেখে যাদের হাতে মানুষের রক্ত লেগে আছে তাদের দল থেকে বাদ দিয়ে দিন। খালেদা জিয়ার হাতে মানুষের রক্ত, পোড়া মানুষের গন্ধ লেগে আছে।

তিনি আরো বলেন, আরেক শীর্ষ নেতা তারেক রহমান লন্ডনে বসে বিভ্রান্তিকর পরামর্শ দিয়ে দলকে (বিএনপি) ধ্বংস করছে। এদের দল থেকে বাদ দিন। নেতৃত্ব পরিবর্তন করুন।

সাবেক এ মন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খালেদা জিয়া গণমাধ্যমে যে বিবৃতি পাঠিয়েছেন সেখানে কী জন্য গণঅভ্যুত্থান, কার জন্য গণঅভ্যুত্থান হয়েছিলো, তা উল্লেখ করেননি। এমনকি গণঅভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুসহ উল্লেখযোগ্য কোনো ব্যক্তির অবদানের কথাও উল্লেখ করা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সদস্য সংসদ ডালিয়া আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
টিএইচ/জেডএফ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।