ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর যুবলীগে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
বগুড়ায় বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর যুবলীগে যোগদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী যুবলীগে যোগদান করেছেন।
 
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তারা।



যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।  
 
এছাড়া জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ শেখ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, যুবলীগ নেতা মিথুন ইমরান মিথুন, আলমগীর হোসেন, ইয়াছিন আলী শেখ, প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল, প্রভাষক কাওছার হামিদ রুবেল, প্রভাষক শফি মাহমুদ, বাদশা আলমগীর, আসাদুজ্জামান লিটন, আরিফ আজাদ পলাশ, গৌরাঙ্গ দাস, আবু রানা, রাকিবুল ইসলাম রঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।
 
শেষে আমরুল ইউনিয়ন যুবলীগ যুবলীগের সভাপতি নজরুল ইসলাম নয়নের নেতৃত্বে ইমাদুল হক, আসিফ সরকার, রুহুল আমিন, সোহেল রানা, আছমা বেগমসহ বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের হাতে ফুলের তোড়া দিয়ে যুবলীগে যোগদান করেন।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।