ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাভার থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বহিষ্কার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
সাভার থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বহিষ্কার মনোয়ার হোসেন মিষ্টু

সাভার (ঢাকা): দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিষ্টুকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে দলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।



রোববার (২৪ জানুয়ারি) রাতে সাভারের রাজাবাড়ী এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে সংগঠনের এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত জাতীয় পার্টির নেতাকর্মীরা আলোচনা শেষে সংগঠনের সাভার মডেল থানা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিষ্টুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, একাধিক সংগঠন বিরোধী ও সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করেন।

এছাড়াও সোমবার থেকে সাভার মডেল থানা জাতীয় পার্টির কোনো নেতাকর্মীদের সঙ্গে তার কোনো সর্ম্পক নেই বলে জানিয়েছে সাভার থানা জাতীয় পার্টির সভাপতি এস এম ইয়াকুব আলী।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫,২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।