ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সম্পদের হিসাব বিবরণী

নোমানের বিরুদ্ধে মামলা চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
নোমানের বিরুদ্ধে মামলা চলবে আবদুল্লাহ আল নোমান

ঢাকা: সম্পদের হিসাব বিবরণীর এক মামলা বাতিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (২৫ জানুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে সিনহা) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।



ফলে নিম্ন আদালতে এ মামলা চলতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে নোমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

হাইকোর্ট সূত্র জানায়, সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ ১৯৯৮ সালের ১৯ আগস্ট ধানমন্ডি থানায় নোমানের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলায় ২০০৯ সালে নোমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন নোমান। এ আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০১৩ সালের ২৪ জানুয়ারি হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন।
 
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলে সোমবার তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।