ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বাসচালকের মতোই অদক্ষ খালেদা’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
‘বাসচালকের মতোই অদক্ষ খালেদা’ নৌ পরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান

ঢাকা: ‘অদক্ষ বাস-ট্রাক চালক যেমন অহরহ দুর্ঘটনা ঘটায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তেমনি একজন অদক্ষ দেশ-শাসক ছিলেন। এ কারণে তিনি দেশ পরিচালনায় বারবার ব্যর্থ হয়েছেন।



সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন (২০১৬-২০১৮) উপলক্ষে এক পরিচিতি সভায় নৌ পরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান এ কথা বলেন। আইডিইবি’র মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘খালেদার শাসনামলে কেবল জঙ্গি ও সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে। তার শাসনামলে দেশের মানুষ শান্তিতে ছিল না। ’

সভাপতি পদে এ কে এম এ হামিদ এবং সাধারণ সম্পাদক পদে মো. শামসুর রহমান প্যানেলের প্রতি সংহতি ‍ও সমর্থনে আয়োজিত এ পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহিউদ্দিন খান আলমগীর ।

আলোচনায় আরও অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান, ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএস/জেপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।