ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

২৭ জানুয়ারি চাঁদপুর জেলা আ’লীগের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
২৭ জানুয়ারি চাঁদপুর জেলা আ’লীগের সম্মেলন

চাঁদপুর: দীর্ঘ ১১ বছর পর ২৭ জানুয়ারি (বুধবার) চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সম্মেলনেই নির্বাচিত হবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।



সভাপতি পদে ইতোমধ্যে-প্রচার প্রচারণায় রয়েছেন, বর্তমান জেলা সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, সহ সভাপতি মো. ইউছুফ গাজী, ডা. দীপু মনি এমপির বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শামছুল হক মন্টু পাটওয়ারী, ডা. হারুনুর রশিদ সাগর।

সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী জানান, দলের কর্মী হিসেবে সকলেই প্রার্থী হিসেবে প্রচারণা চালাতে পারেন। কিন্তু সম্মেলনের দিন কাউন্সিলরগণ যাদের সমর্থন করবেন তারাই মূলত নির্বাচনের প্রক্রিয়ায় আসবেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, সম্মেলনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। চাঁদপুর স্টেডিয়ামের দক্ষিণাংশে মঞ্চ তৈরি হচ্ছে।

সম্মেলন সুষ্ঠু ও সু-শৃঙ্খলভাবে সফল করার জন্য ইতোমধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সঙ্গে বেশ কয়েকবার সভা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।