ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ফেনীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
 
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে ট্রাংক রোড় প্রদক্ষিণ করে মিছিলটি এসএসকে সড়কে এসে শেষ হয়।



মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এটি মিথ্যা মামলা। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ মামলা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।